ফেনীতে চিকিৎসকসহ আরো ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার রাতে সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আক্রান্তদের মধ্যে একজন স্বাস্থ্য কর্মকর্তা, একজন মেডিকেল অফিসার, বাকি ৫ জন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও একজন দাগনভূঞার বাসিন্দা। আক্রান্তদের ফেনী ট্রমা সেন্টারে নাকি বাসায় চিকিৎসা দেয়া হবে সেটি পরে জানানো হবে।
ডা. সাজ্জাদ হোসেন আরো জানান, রাতে চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে নমুনা পরীক্ষায় ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে প্রতিবেদন পাঠানো হয়। জেলায় এ পর্যন্ত ৬শ ৬৬ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। বিআইটিআইডি ও ভেটেরেনারি থেকে ৪শ ১১ জনের নমুনা প্রতিবেদন আসে।
ফেনীতে চিকিৎসকসহ এখন পর্যন্ত ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৭জন স্বাস্থ্য বিভাগের অন্যদের মধ্যে ছাগলনাইয়ায় দুইজন, দাগভূঞায় চারজন, সোনাগাজীতে একজন ও ফুলগাজীতে একজনের শরীরে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এদের মধ্যে ৩জন সুস্থ্য হয়েছেন।
সম্পাদনা: আরএইচ/ এনজেটি