ফেনীতে আরো ৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার রাতে জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়াও প্রাণঘাতি এ ভাইরাস থেকে আরো ৪ জন সুস্থ্য হয়েছেন বলেও জানান তিনি।
তিনি বলেন, নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৪৫ টি নমুনা পরীক্ষার প্রতিবেদন আসে। সেখানে ৫ জনের করোনা প্রজেটিভ আসে। আক্রান্তদের মধ্যে ২ জন ফেনী সদর, ২ জন সোনাগাজী উপজেলার ও একজন ফুলগাজীর বাসিন্দা।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, রোববার ১৩৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পর্যন্ত ১ হাজার ৬শ’ ৭৮ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ১ হাজার ৪শ’ ৬৩ জনের প্রতিবেদন আসে।
জেলা করোনা নিয়ন্ত্রণ কক্ষের সম্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ জানান, জেলায় চিকিৎসক-স্বাস্থকর্মী, সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ করোনা আক্রান্ত ৫৯ জন রোগী সুস্থ্য হয়েছেন। এদের মধ্যে ফেনী সদরে ২০ জন, সোনাগাজীতে ৮ জন, ছাগলনাইয়ায় ১৩ জন, দাগভূঞায় ৮ জন, পরশুরামে ৬ জন, ফুলগাজীতে ৪ জন সুস্থ্য হয়েছেন।
ফেনীতে চিকিৎসকসহ এখন পর্যন্ত ১শ’ ৫৯ শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ফেনী সদরের ৬১ জন, ছাগলনাইয়ায় ২১ জন, দাগভূঞায় ৩৭ জন, সোনাগাজীতে ২১ জন, ফুলগাজীতে ৭ জন, পরশুরামে ৭ জন ও অন্যান্য আরো ৫ জনের শরীরে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এদের মধ্যে ৫৯ জন সুস্থ ও ৩ জনের মৃত্যু হয়েছে।
সম্পাদনা: আরএইচ/এনজেটি