ফেনীতে আরো ২৩ জনের দেহে প্রাণঘাতি করোনা শনাক্ত হয়েছে। শনিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. ইউসুফ এ তথ্য জানিয়েছেন। এনিয়ে ফেনীতে করোনা আক্রান্তের সংখ্যা ৮০৯ জনে গিয়ে দাঁড়ালো।
তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে ফেনী সদর উপজেলায় ৬ জন, দাগনভূঞায় ৬, সোনাগাজীতে ৬জন, ছাগলনাইয়া ৩জন ও ফুলগাজীতে ২জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই দিন নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজের ল্যাব থেকে ২১৯জনের প্রতিবেদন আসে। সেখানে ২৭ জনের করোনা পজেটিভ আসে। এদের মধ্যে ৪ জনের দ্বিতীয়বারের প্রতিবেদনও পজেটিভ হয়। এছাড়াও গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৪০জন সুস্থ হয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, বুধবার পর্যন্ত ৪ হাজার ৭১৮ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ৪ হাজার ২৪৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে।
এ পর্যন্ত ফেনীতে শনাক্ত ৮০৯ রোগীর মধ্যে ফেনী সদর উপজেলায় ৩২২জন, সোনাগাজীতে ১২৫ জন, দাগনভূঞায় ১৭৩ জন, ছাগলনাইয়ায় ১০৩ জন, ফুলগাজী ৩৮ জন ও পরশুরামে ৩৫ জন এবং ফেনীর বাইরে অন্য জেলার ১৩ জন রোগী রয়েছে।
জেলায় এ পর্যন্ত চিকিৎসক, সরকারী কর্মকতা ও জনপ্রতিনিধিসহ ৩৩১ করোনা পজেটিভ রোগী সুস্থ্য হয়েছেন। এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন।
সম্পাদনা: আরএইচ/এনজেটি