ফেনীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শনিবার শহরের শনিবার সকালে শহরের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজমান।
প্রতিকৃতির বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর হাজার বছরের শ্রেষ্ঠ এই বাঙালির প্রতি একে একে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, ফেনী পৌরসভা, ফেনী ইউনিভার্সিটি, ফেনী সরকারি কলেজ ও কলেজ ছাত্র সংসদ, জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়, সস্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর। এছাড়া আওয়ামীলীগ ও বিভিন্ন সহযোগি সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
’৭৫ সালের ১৫ আগস্ট ইতিহাসের বর্বরতম এক হত্যাযজ্ঞ পরিচালিত হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব, তাঁর তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেলসহ পরিবারের অধিকাংশ সদস্য ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে কতিপয় বিপথগামী সেনাসদস্যের বুলেটের নির্মম আঘাতে শহিদ হন।
জাতির পিতার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান।
সেলিব্রেটিবিডি/ এনজেটি