ফুলগাজীর একটি ভাড়া বাসা থেকে রঞ্জন দেবনাথ (৩২) নামে ডাচ বাংলা ব্যাংকের এক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
ফুলগাজী ডাচ্-বাংলা ব্যাংক বুথের সহায়ক ভুবন চন্দ্র দাস জানান, রঞ্জন দেবনাথ বুধবার থেকে জ্বর ও ডায়রিয়ায় ভুগছিলেন। অসুস্থ অবস্থায় ওই দিন দুপুরের দিকে তিনি বাসায় চলে যান। বৃহস্পতিবার তিনি অফিসে না আসায় মোবাইলে কল দিলে তিনি রিসিভ করেননি। তার বাসায় গিয়ে কয়েক বার ডাকাডাকি করলেও কোন সাঁড়া শব্দ পাওয়া না যাওয়ায় বাড়ির মালিক সুমন মিয়া পুলিশে খবর দেন। রাতে পুলিশ ঘরের দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে।
মৃত রঞ্জন দেবনাথ ফুলগাজী উপজেলা শহরে ডাচ্-বাংলা ব্যাংকের একটি ব্যাংকিং বুথের সহকারী ম্যানেজার (এডিসি-এগ্রিভেটিভ) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ওড়ল গ্রামের রাজকুমার দেবনাথের ছেলে।
ফুলগাজী থানার ওসি মোহাম্মদ কুতুব উদ্দিন জানান, ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সম্পাদনা: এনকে/আরএইচ







