ছাগলনাইয়ায় গৃহবধূ (৩০) গণধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার শুভপুর ইউনিয়নের উত্তর মন্দিয়া গ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে নয়টার দিকে ওই গৃহবধূকে জোরপূর্বক তুলে নিয়ে বাড়ির পাশের বাগানে গণধর্ষণ করে বখাটেরা। এ ঘটনায় রাতেই ওই গৃহবধূ ছাগলনাইয়া থানায় মামালা দায়ের করেন। এর দুই ঘণ্টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে একই গ্রামের আবু তাহেরের ছেলে মো. কমিন উল্লাহ (২০), মৃত সামছুল হকের ছেলে মো. ইমরান হোসেন (১৯), মৃত জমির আহাম্মদের ছেলে নিজাম উদ্দিন (১৯) ও খুরশিদ আলমের ছেলে মো. একরামে হোসেন পারভেজকে (১৯) গ্রেফতার করে।
ছাগলনাইয়া থানার ওসি মেজবাহ উদ্দিন আহমেদ জানান, শনিবার বিকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদনা: আরএইচ/ এনজেটি







