ফেনীতে সড়ক দুর্ঘটনায় একদিনে ৪ জনের মৃত্যু – নতুন ফেনী ফেনীতে সড়ক দুর্ঘটনায় একদিনে ৪ জনের মৃত্যু – নতুন ফেনী
 ফেনী |
১৫ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীতে সড়ক দুর্ঘটনায় একদিনে ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ১২:০৩ পূর্বাহ্ণ, ৩১ অক্টোবর ২০২০

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় একদিনে চারজন নিহত হয়েছেন ও আহত হয়েছেন আরো তিনজন। বৃহস্পতিবার ও শুক্রবার সকালে হতাহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। আহতরা সেখানে চিকিৎসাধিন রয়েছেন।

দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, শুক্রবার সকালে দাগনভূঞা-বসুরহাট রোডে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নিহত ও আরো তিনজন আহত হয়েছেন।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন মো. জাকারিয়া (৩৫)। তিনি সিরাজগঞ্জ জেলার সালাইমানের ছেলে। অপরজন আইনুল হক (৪০)। তিনি নেত্রকোনা জেলার আটপাড়া থানার বাচ্চু মিয়ার ছেলে। আহতরা হলেন, নেত্রকোনার পাহাড়পুর এলাকার মাঝু মিয়ার ছেলে আবিদ, একই এলাকার আবদুর রহমানের ছেলে মাসুদ (২২) ও নোয়াখালীর কবিরহাটের নলুয়া এলাকার আবদুল বাতেনের ছেলে সুজন।

স্থানীয়রা জানান, দাগনভূঞা বসুরহাট রোডে ড্রিম লাইন পরিবহণের একটি বাসের সাথে বিপরীত দিক ফেনী থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালিত অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও আহত হন তিনজন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হসপিটালে প্রেরণ করে।

একইদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ সুলতানা পেট্রলপাম্প এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকামুখী কাভার্ডভ্যানকে পেছন থেকে অপর একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে পেছনের কাভার্ডভ্যানের চালকের সহকারী সাদ্দাম হোসেন (২৪) ঘটনাস্থালেই মারা যান। তার বাড়ি কুমিল্লায়। তার লাশ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে দাগনভূঞার ইয়াকুবপুর ইউনিয়নের নতুন পোল এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী আবদুর রব (৭৬) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় এতিমখানা বাজারের একটি সাইকেল-রিকশার গ্যারেজর মালিক।

দাগনভূঞা থানার এসআই আবদুল আউয়াল বলেন, রাতে দোকান বন্ধ করে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন আবদুর রব। পথে নতুন পোল এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওই বৃদ্ধকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে প্রথমে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদনা: আরএইচ/ এনজেটি

আপনার মতামত দিন

casibomcasibom girişcasibomcasibom girişcasibom güncel girişjojobet güncel girişcasibom girişcasibom güncel girişcasibomcasibom girişcasibom güncel girişjojobetjojobet girişcasibomcasibom girişcasibom güncel girişjojobetjojobet girişjojobet güncel girişkavbetkavbet girişkavbetkavbet girişkavbetkavbet girişcasibom güncel girişmarsbahismarsbahis girişmarsbahis güncel girişholiganbetholiganbet girişholiganbet güncel girişcasibomcasibom girişcasibomcasibom girişcasibomcasibom girişcasibomcasibom girişcasibomcasibomcasibom girişcasibom güncel girişcasibomhttps://casibom-oyunlar.net/casibomcasibom girişcasibom girişcasibom bonuscasibomcasibomcasibom girişcasibom güncel girişcasibomcasibomcasibom girişcasibomcasibomcasibomcasibom girişcasibomcasibom girişcasibomcasibom giriş
Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.