ফেনী পৌরসভা নির্বাচনে ১০ নং ওয়ার্ডের বিএনপি সমর্থিত প্রার্থী ফারুক উল্লাহ মজুমদারের প্রচার গাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। বুধবার বিকালে ফেনী শহরের শান্তি কোম্পাণী সড়কে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ক্ষতিগ্রস্থ প্রার্থী ফেনী মডেল থানা ও রিটার্ণিং কর্মকর্তা বরাবরে অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় একাধিক সূত্র জানায়, বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে ফেনী পৌরসভার ১০নং ওয়ার্ড এলাকায় রিক্সাযোগে প্রচারণা চালিয়ে আসছিলেন ডালিম প্রতিকের এক সমর্থক। এ সময় শান্তি কোম্পাণী সড়কে আওয়ামী সমর্থিত কাউন্সিলর প্রার্থী খালেদ হোসেনের সমর্থকরা অতর্কিতভাবে প্রচারের মাইক ও মেশিন ভাংচুর ও প্রচারকারীকে মারধর করে রিক্সায় লাগানো ব্যানারগুলো ছিনিয়ে নেয়।
কাউন্সিলর প্রার্থী ফারুক উল্লাহ মজুমদার জানান, এ বিষয়ে আমি ফেনী মডেল থানা এবং রিটার্ণিং কর্মকর্তাকে একটি লিখিত অভিযোগ দিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছি।
ফেনী মডেল থানার ওসি আলমগীর হোসেন জানান, এ বিষয়ে কাউন্সিলর প্রার্থী অভিযোগ দিয়েছেন। সেখানে হামলাকারীর নাম পরিচয় ছিলোনা। আমরা বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।