ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে ফেনীতে করোনা ভাইরাসের টিকা প্রদান শুরু হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন। করোনা ভাইরাস ভ্যাকসিনের সুষ্ঠ ব্যাবস্থাপনা বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ তথ্য জানান তিনি।
সিভিল সার্জন জানান, প্রথমে ঢাকা থেকে এই টিকা প্রদান শুরু হবে। প্রথম পর্যায়ে ৮০ উর্ধ্ব বয়স্ক লোক, মুক্তিযোদ্ধা, চিকিসৎক, সাস্থ্যকর্মী. পুলিশ, সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিকরা এই টীকা পাবেন। ২য় ধাপে অন্যরা পাবেন।
তিনি আরো জানান, সাস্থ্য ঝুঁকি বিবেচনা করে ১৮ বছরের নিছে ও গর্ভবতী নারীদের টীকা দেয়া হবেনা। টিকা নিতে আগ্রহীরা জাতীয় পরিচয় পত্রের নাম্বার দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এবং সেচ্ছ্বায় টিকা নিতে ইচ্ছুক সম্মতিপত্রে সাক্ষর করতে হবে। উন্নত বিশ্বে বাড়ি বাড়ি গিয়ে এই টিকা দিলেও অত্যাধিক সতর্কতা বজায় রাখার জন্য আমরা প্রথমে বাড়ি বাড়ি গিয়ে টিকা দিবোনা। জেলা সদর হাসপাতাল ও উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্সদের দিয়ে এই টিকা দেয়া হবে। কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে সাথে সাথে চিকিৎসা করা যাবে।
জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান ভ্যাকসিন নিয়ে কোন প্রকার অপপ্রচার, গুজবে কান না দেয়ার জন্য সকলকে আহবান করেন। কেউ গুজব ছড়ালে তার ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে বলে হুশিয়ার করে দেন তিনি।
ফেনী জেলা করোনা ভাইরাস ভ্যাকসিন ব্যাবস্থাপনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মঞ্জুরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক আজগর আলীসহ জেলায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সম্পাদনা:আরএইচ/এইচআর