জমকালো আয়োজনে পর্দা ‍উঠলো ফেনী বিয়ে উৎসবের • নতুন ফেনীনতুন ফেনী জমকালো আয়োজনে পর্দা ‍উঠলো ফেনী বিয়ে উৎসবের • নতুন ফেনী
 ফেনী |
৪ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জমকালো আয়োজনে পর্দা ‍উঠলো ফেনী বিয়ে উৎসবের

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ১১:১১ অপরাহ্ণ, ০৭ ফেব্রুয়ারি ২০২১

আপন ইভেন্টেসের আয়োজনে ৩দিন ব্যাপি ২য় ফেনী বিয়ে উৎসবের পর্দা উঠলো। রবিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধায় গ্র্যান্ড সুলতান কনভেনশনে এক বর্ণিল আয়োজনে ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। প্রথম দিনেই ছিলো দর্শনার্থীদের উপচে পড়া ভীড়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ কেবিএম জাহাঙ্গীর আলম, সময় টিভির ফেনী ব্যুরো ইনচার্জ বখতেয়ার মুন্না, ১০নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর খালেদ খান, ফেনী চেম্বার অব কমার্স ইন্ড্রাস্টিজের পরিচালক ফরিদ উদ্দিন পাঠান, সোনালী জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী রোটারিয়ান জালাল উদ্দিন বাবলু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আপন ইভেন্টসের পরিচালক শরিফুল ইসলাম অপু। হোসাইন আরমানের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, আপন ইভেন্টসের পরিচালক জুলহাস তালুকদার, রানা হাসান, ফরনেক্সট বিডির সিইও আলিম, রাঙ্গা বিউটি পার্লারের স্বত্বাধীকারি জোহরা আক্তার, ঝুমুর শপিং স্পটের স্বত্বাধীকারি সাবরিনা চৌধুরী, বোইনাস অনলাইন শপের স্বত্বাধীকারি ছবি।

উদ্বোধনী দিনে প্রায় ৫ হাজার দর্শনার্থী এতে অংশগ্রহন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ‍হলুদ সাজে র‌্যাম্প ও ফেনীর ঢোল গান পরিবেশন করেন।

উৎসবে ৩৫ স্টল অংশগ্রহন করেছেন। কেনাকাটা ছাড়াও থাকছে ব্যান্ড ফেনীয়ান, হ্যাভেনস ডোর এর ব্যান্ড পরিবেশনা। আরো থাকছে ব্রাইডাল র‌্যাম্প শো, কাপল শো, কাছে আসার গল্প, নৃত্য, কৌতুক, নাটিকা, গান পরিবেশন, ফটো কনটেস্ট সহ নানা চমকপ্রদ ইভেন্ট। প্রতিদিন সকাল ১০ টা থেকে শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত এ অনুষ্ঠান।

‘বিয়ের বাজার একসাথে, প্রানের শহর ফেনীতে’ এই স্লোগানকে ধারন করে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ উৎসব। স্বনামধন্য অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান আপন ইভেন্টস এর আয়োজনে ফরনেক্সট বিডি ডটকম, রাঙ্গা বিউটি পার্লার, মায়াবী, সোনালী জুয়েলার্স, কোল্ড কাব, ঝুমুর শপিং স্পট, বইনাস, ক্যারিয়ার প্রশিক্ষণ প্রতিষ্ঠান দেখা হবে বিজয়ে এর সহযোগিতায় ২য় বারের মত হতে যাচ্ছে এই উৎসব। এর আগে ২০১৭ সালে শহীদ জহির রায়হান হল মাঠে এটি অনুষ্ঠিত হয়।

আপন ইভেন্টসের পরিচালক শরিফুল ইসলাম অপু বলেন, আমরা অত্যন্ত খুশি মানুষের উপস্থিতি দেখে । আমরা প্রত্যাশার চেয়েও বেশি কিছু পেয়েছি। আশা করিছি আগামী ২ দিন আরো জমকালো হবে।
সম্পাদনা:আরএইচ/এইচআর

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.