ফেনীতে 'স্ট্রাইক ফর ওয়াটার জাস্টিস'র' কর্মসূচি পালন • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে 'স্ট্রাইক ফর ওয়াটার জাস্টিস'র' কর্মসূচি পালন • নতুন ফেনী
 ফেনী |
৪ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে ‘স্ট্রাইক ফর ওয়াটার জাস্টিস’র’ কর্মসূচি পালন

শহর প্রতিনিধিশহর প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:১১ অপরাহ্ণ, ০৬ সেপ্টেম্বর ২০২৪

পরশুরাম সীমান্তে ভারত নদীর বাঁধ কেটে ফেনীসহ ১১টি জেলার জনপদ ডুবিয়ে দেওয়ার প্রতিবাদে ‘স্ট্রাইক ফর ওয়াটার জাস্টিস’ কর্মসূচি পালন করেছে ‘আমরা ফেনীবাসী’।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে ফেনী পৌর শহরের শহীদ মিনারের সামনে আমরা ফেনীবাসীর উদ্যোক্তা বুরহান উদ্দিন ফয়সাল’র পরিচালনায় আবদুল্লাহ হাসানের ব্যবস্থাপনায় ১১ দফা দাবি তুলে ধরেন (সুজন) ফেনী জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসাইন। এতে স্বাগত বক্তব্য দেন পরিবেশ সাংবাদিক কেফায়েত শাকিল।

১১ দফা দাবি হলো— আন্তঃসীমান্তীয় সব নদী থেকে ড্যাম-ব্যারেজ অপসারণ করা, ইচ্ছাকৃতভাবে বাঁধ কেটে দেওয়ায় জাতিসংঘের সহায়তায় ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা, কেটে দেওয়া বাঁধটি অবিলম্বে পুনর্নির্মাণ করা, বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা, ফেনী নদী থেকে অবৈধভাবে পানি উত্তোলন বন্ধ করা, বন্যায় কৃষি-মৎস্য-পোল্ট্রিসহ অন্যান্য খাতে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, প্রণোদনা ও সহজ শর্তে ঋণের সুযোগ সৃষ্টি, মুছাপুর ক্লোজার পুনর্নির্মাণে দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং ভরাট করা খাল ও নদীর নাব্যতা ফিরিয়ে আনতে দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিশ্চিত করা।

বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের আহ্বায়ক ও বাপার যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস বলেন, ফেনীর মানুষ লড়াই-সংগ্রাম করে বেঁচে থাকতে জানে। ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধেও ফেনীবাসী হারবে না। ভারতকে পানি নিয়ে বৈষম্যহীন আচরণের আহ্বান জানান তিনি।

সমাপনী বক্তব্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক পরিবেশবিজ্ঞানী অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার বলেন, পানির এ ন্যায্যতা আদায়ে দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করছি। গত সরকারের নতজানু ভূমিকার কারণে আমাদের ন্যায্য পানি সেখান থেকে আনা তো দূরের কথা, বরং ফেনী নদীর পানি অবৈধভাবে ভারতীয়রা নিয়ে গেছে। এই অবিচারের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আবরার ফাহাদের যে চেতনা, তা ধারণ করে আমরা পানির ন্যায্যতা বিশ্ব দরবারে তুলে ধরবো। আর এটির জন্য প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা।

কর্মসূচিতে ইয়ুথ নেট গ্লোবাল, ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবার, মির্জা ফাউন্ডেশন বাংলাদেশ, প্রয়াস, ফেনী ফ্লাড রেসপন্স টিম, মিশন গ্রিন বাংলাদেশ, গ্রিন ভয়েস, ইকো রেভলিউশন, বাংলাদেশ প্রকৃতি সংরক্ষণ জোট, আমরাই আগামীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও পরিবেশবাদী সংগঠনের সদস্যরা অংশ নেন।

সম্পাদনাঃ আরএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.