সাদা পোশাক থেকে দাগ দূর করার উপায় • নতুন ফেনীনতুন ফেনী সাদা পোশাক থেকে দাগ দূর করার উপায় • নতুন ফেনী
 ফেনী |
১৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সাদা পোশাক থেকে দাগ দূর করার উপায়

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:২২ অপরাহ্ণ, ২২ সেপ্টেম্বর ২০১৭

লাইফস্টাইল ডেস্ক>>
সাদা পোশাক ময়লা হয় দ্রুত। ঘামের দাগের পাশাপাশি অন্যান্য কঠিন দাগ দূর করার জন্য ব্যবহার করতে পারেন লেবু, লবণ ও বেকিং সোডা। এগুলো কাপড়ের কোনও ধরনের ক্ষতি ছাড়াই দূর করে দাগ। এছাড়া সাদা পোশাক আরও সাদা করতেও এসব উপাদানের জুড়ি নেই। জেনে নিন সাদা কাপড় থেকে দাগ দূর করার উপায়-

লবণ ও পানি
একটি বড় পাত্রে ২ লিটার পানি ফুটিয়ে নিন। ৩টি লেবুর রস মেশান পানিতে। ১ টেবিল চামচ লবণ ও ১/৪ কাপ ওয়াশিং পাউডার মিশিয়ে কাপড় ৪০ মিনিট ভিজিয়ে রাখুন। পরিষ্কার পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিন পোশাক। ঘামের দাগের পাশাপাশি দূর হবে অন্যান্য দাগ।

বেকিং সোডা ও লেবু
কাপড়ের দাগযুক্ত অংশে ১ টেবিল চামচ বেকিং সোডা দিন। একটি লেবু কেটে ঘষুন। ১৫ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। চাইলে বেকিং সোডা ও লেবুর রসের পেস্ট তৈরি করে সরাসরিও লাগাতে পারেন কাপড়ে। এটি কঠিন দাগ দূর করতে সাহায্য করবে।

লেবু ও পানি
দুটি লেবু স্লাইস করে গরম পানিতে দিয়ে দিন। এবার সাদা পোশাক ভিজিয়ে রাখুন ৪০ মিনিট। পরিষ্কার পানি দিয়ে ধুয়ে কড়া রোদে শুকিয়ে নিন।

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.