লাইফস্টাইল ডেস্ক >>
এপিএস কসমেটোফুড এর ডিরেক্টর হিমাংশু চাদা’র মতে, ক্যাস্টর অয়েল হলো চুল এবং ত্বকের উপকারে ব্যবহৃত বহু বছরের পুরনো একটি দারুণ উপাদান। এটি চুল এবং ত্বকের যত্নের জন্য ব্যবহৃত এক অনন্য উপাদান! ক্যাস্টর অয়েলে রয়েছে ভিটামিন-ই। প্রোটিন এবং ওমেগা- ৬ ও ৯ যা চুল ও ত্বকের জন্য দারুণ উপকারী এবং প্রয়োজনীয়! এটি শুধুমাত্র যে চুল পড়া রোধ করে তাই কিন্তু নয়, এটি চুলের অকাল পক্বতা রোধেও সাহায্য করে থাকে। আরও যোগ করা যায় যে, ক্যাস্টর অয়েল একটি দারুণ এন্টি-ব্যাক্টেরিয়াল উপাদান, অনেক রোগের ক্ষেত্রেই যার উপকারিতা রয়েছে।
এ সকল কিছুই ছিল বিজ্ঞানের ভাষায় ক্যাস্টর অয়েলের গুণ এর বর্ণনা। বহু পুরানো এই দারুণ উপাদান- ক্যাস্টর অয়েল আপনার চুল ও ত্বকের কী কী উপকার করে থাকে জেনে নিন আজকের ফিচার থেকে।
১. চুলের প্রাকৃতিক রঙ বৃদ্ধি করতে সাহায্য করে
ক্যাস্টর অয়েল অন্যান্য তেল এর থেকে বেশ ভারী হওয়ায় এটি চুলের রঙ বৃদ্ধিতে, চুলের ঘনত্ব বাড়াতে এবং চুলকে মোলায়েম করতে সাহায্য করে থাকে। চুলে ক্যাস্টর অয়েল দেওয়ার ফলে এটি চুলের ভেতরে গিয়ে চুলের আসল রঙ এবং উজ্জ্বলতাকে বের করে আনে। চুলে শ্যাম্পু করার পরে ভালোভাবে চুল মুছে নিয়ে এক টেবিল চামচ ক্যাস্টর অয়েল চুলের গোড়া থেকে আগা পর্যন্ত যতœ সহকারে লাগান। এইভাবে সপ্তাহে অন্তত তিন-চার দিন করলে ভালো ফলাফল পাওয়া যাবে।
২. ত্বকের ব্রণ দূর করতে সাহায্য করে
ত্বকের জন্য ব্যবহৃত অন্যান্য পণ্য ব্যবহার করার ফলে যে সমস্যাটি দেখা দেয়, ত্বক অনেক বেশী শুষ্ক হয়ে যায়। যার ফলে ত্বকের আদ্রতা বজায় রাখতে মুখের ত্বক অনেক বেশী তৈলাক্ত হয়ে যায়, যার থেকে ব্রণ এর উৎপত্তি ঘটে থাকে। ব্রণ এর প্রাদুর্ভাব দেখা দিলে আপনি ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। ক্যাস্টর অয়েল এর ফ্যাটি এসিড ত্বকের আদ্রতা ঠিক রাখতে সাহায্য করে থাকে। ব্রণ ভালো করার জন্যে মুখে যতœ সহকারে ক্যাস্টর অয়েল লাগিয়ে নিন। চাইলে সারারাত রেখে সকালে ধুয়ে ফেলতে পারেন।
৩. চুলকে পরিপুষ্ট এবং উজ্জ্বল করে
ডার্মাটোলজিষ্ট ডা. দীপালী ভারদ্বাজ বলেন, অন্যান্য সকল তেল শুধুমাত্র চুলের বাইরের দিকটাই সুন্দর, উজ্জ্বল করে তোলে এবং চুলের বাইরেই পুষ্টি যুগিয়ে থাকে। কিন্তু একমাত্র ক্যাস্টর অয়েলই সবচেয়ে ভালো তেল যা আপনার চুলের একদম গোড়া থেকে পুষ্টি যোগাতে সাহায্য করে থাকে। ক্যাস্টর অয়েলে রয়েছে রিসিনোলিক অ্যাসিড এবং ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড। যার ফলে এই তেল চুলের গোড়ায় ভালোমতো ম্যাসাজ করলে রক্ত চলাচল ভালো হয় এবং চুল দ্রুত বাড়তে সাহায্য করে। ক্যাস্টর অয়েল শুধুমাত্র চুল বাড়তেই সাহায্য করে তাই কিন্তু নয়, চুল মোলায়েম এবং নরম করতেও সাহায্য করে।
৪. চুল পড়া রোধে সাহায্য করে
শুধুমাত্র চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করতেই নয়, চুল পড়া রোধেও ক্যাস্টর অয়েল অনন্য! মেথি বীজের পাউডার এর সাথে ক্যাস্টর অয়েল মিশিয়ে চুলের জন্য প্যাক তৈরি করে সপ্তাহে অন্তত একবার চুলে লাগাতে হবে। ডা. দীপালী বলেন, এই নিয়ম মেনে চললে চুল পড়া বন্ধ হবে এবং সাথে মাথায় নতুন চুল গজাতে শুরু করবে।
৫. চোখের আঁচিল/ অঞ্জনি ভালো করতে সাহায্য করে
ক্যাস্টর অয়েল তার এন্টি-ব্যক্টেরিয়াল উপাদানের জন্য বিশেষভাবে পরিচিত। উইলিয়াম’স বুক এর নির্দেশনা অনুসারে, দিনের মধ্যে দুই-তিনবার চোখের আঁচিলের উপরে এক ফোঁটা করে ক্যাস্টর অয়েল দিতে হবে। এতেই ধীরে ধীরে সেরে যাবে আঁচিল/ অঞ্জনির সমস্যা।
৬.ত্বকের বলিরেখাদূর করতে সাহায্য করে
উইলিয়াম’স বুক ক্যাস্টর অয়েল এর আরেকটি দারুণ দিকের কথা জানায়। ক্যাস্টর অয়েল ত্বকের বয়সের ছাপ অর্থাৎ ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে। ত্বকে দেওয়ার ফলে এটি ত্বকের ভেতরে প্রবেশ করে কোলাজেন তৈরিকে ত্বরান্বিত করে, যা ত্বককে নরম এবং আদ্র রাখতে সাহায্য করে। ক্যাস্টর অয়েল ত্বকের তারুণ্য ফিরিয়ে আনতে ত্বককে একদম মোলায়েল এবং নরম করে ফেলে। দ্রুত এবং ভালো ফলাফল পাওয়ার জন্য ত্বকের বলিরেখা যুক্ত স্থানে ক্যাস্টর অয়েল লাগিয়ে সাড়া রাতের জন্য রেখে দিন।
সম্পাদনা: আরএইচ/এইচএসটি