গোলাপ জলের পাঁচ গুণ • নতুন ফেনীনতুন ফেনী গোলাপ জলের পাঁচ গুণ • নতুন ফেনী
 ফেনী |
১৬ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

গোলাপ জলের পাঁচ গুণ

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৩৯ অপরাহ্ণ, ২৭ সেপ্টেম্বর ২০১৭

লাইফস্টাইল ডেস্ক >>
রূপচর্চার জন্য সকলেই কাছেই আর কিছু থাকুক বা না থাকুক গোলাপ জল ঠিক থাকেই৷ ত্বক মসৃণ করতে বা ত্বককে ট্যানমুক্ত করতে গোলাপ জলের জুরি মেলা ভার৷ এই মৌশুমে গোলাপ থেকে জল পেতে পারেন আরও অনেক উপকারিতা। গোলাপ জলে প্রদাহ বিরোধী উপাদান রয়েছে যা ত্বকে র‌্যাশ বা চুলকুনি কমাতে বা ত্বকে পুড়ে যাওয়া থেকে রক্ষা করে৷

ত্বককে গভীর থেকে পরিষ্কার করতে পারে গোলাপ জল৷ এটি ত্বকের গভীরে গিয়ে অতিরিক্ত তেল ও ময়লা বের করে আনে৷ এরফলে ব্রণর সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়৷এটি মুখোর যেকোনো কালো দাগ তুলে দিতে সাহায্য করে৷ প্রতিদিন সকালে বা রাতে শুতে যাওয়ার আগে গোলাপ জলে ত্বকে ব্যবহার করলে আপনি নিজেই তফাৎ বুঝতে পারবেন৷

চুলের ক্ষেত্রেও গোলাপ জল কার্যকরী হতে পারে৷ শ্যাম্পুর সঙ্গে গোলাপ জল মিশিয়ে ব্যবহার করলে চুলের রুক্ষতা কমে যাবে এবং চুল অনেক বেশি উজ্জ্বল হবে৷ বাড়িতে তৈরি যেকোনো ফেস প্যাকের সঙ্গে গোলাপ জল ব্যবহার করতে পারেন৷ এতে ত্বক হাইড্রেট হবে এবং ত্বক অনেক বেশি সতেজ থাকবে।
সম্পাদনা: আরএইচ/এইচএসটি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.