নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মজয়ন্তী মঙ্গলবার • নতুন ফেনীনতুন ফেনী নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মজয়ন্তী মঙ্গলবার • নতুন ফেনী
 ফেনী |
২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মজয়ন্তী মঙ্গলবার

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৩৪ অপরাহ্ণ, ১৭ আগস্ট ২০১৫

নিজস্ব প্রতিনিধি>>
বরণ্যে নাট্যকার ড. সেলিম আল দীনের ৬৬তম জন্মজয়ন্তী আগামীকাল মঙ্গলবার। দিবসটি উপলক্ষে ঢাকা থিয়েটার, জাহাঙ্গীর নগর ইউনিভার্সিটি ও তার নিজ জেলা ফেনীতে নানা কর্মসূচীর আয়োজন করেছে ভক্তর ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
১৯৪৯ সালের ১৮ আগস্ট সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন সেলিম আল দীন। মফিজউদ্দিন আহমেদ ও ফিরোজা খাতুনের তৃতীয় সন্তান তিনি। শৈশব ও কৈশোর কেটেছে ফেনী, চট্টগ্রাম, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও রংপুরের বিভিন্ন স্থানে। বাবার চাকরি সূত্রে এসব স্থানের বিভিন্ন স্কুলে পড়াশোনা করেছেন।
১৯৬৪ সালে সেনেরখিলের মঙ্গলকান্দি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। এরপর ১৯৬৬ সালে ভর্তি হন ফেনী কলেজে। সেখান থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। দ্বিতীয় বর্ষে পড়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে ভর্তি হন টাঙ্গাইলের করোটিয়ায় সাদত কলেজে। সেখান থেকে স্নাতক পাসের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে এমএ ডিগ্রি লাভ করেন। ১৯৯৫ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি।
বিজ্ঞাপনী সংস্থা বিটপীতে কপি রাইটার হিসেবে চাকরিজীবন শুরু করলেও সারা জীবন শিক্ষকতাই করেছেন। ১৯৭৪ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। মৃত্যুর আগ পর্যন্ত এ বিশ্ববিদ্যালয়েই শিক্ষকতা করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন তিনি। তার প্রথম প্রকাশিত গ্রন্থ ‘সর্প বিষয়ক গল্প ও অন্যান্য নাটক’ (১৯৭৩)। উল্লেখযোগ্য নাটক- ‘জন্ডিস ও বিবিধ বেলুন’ (১৯৭৫), ‘বাসন’ (১৯৮৫), ‘মুনতাসির ফ্যান্টাসি’, ‘শকুন্তলা’, ‘কীত্তর্নখোলা’ (১৯৮৬), ‘কেরামতমঙ্গল’ (১৯৮৮), ‘যৈবতী কন্যার মন’ (১৯৯৩)।
অন্যদিকে ‘চাকা’ নাটক থেকে চলচ্চিত্র নির্মিত হয় ১৯৯৪, ‘কীত্তর্নখোলা’ নাটক থেকে চলচ্চিত্র নির্মিত হয় ২০০০ সালে। ‘একাত্তরের যীশু’ চলচ্চিত্রের সংলাপ রচনা করেন ১৯৯৪ সালে। নাট্যসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন একুশে পদক সহ বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা। ২০০৮ সালের ১৪ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।
সম্পাদনা: আরএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.