নতুন ফেনী ডেস্ক>>
সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদ গবেষণা পুরস্কার পেলেন ইমরান মাহফুজ। শুক্রবার বিকালে বাংলা একাডেমী মিলনায়তনে আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে ইমরান মাহফুজসহ ৫ জনকে পুরস্কৃত করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আবুল মনসুর আহম্মদ’র ১১৭তম জন্মবার্ষিকীতে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে দিনব্যাপী আবুল মনসুর আহমদ স্মৃতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সৈয়দ শামসুল হক, ড.বিশ্বজিৎ ঘোষ, কামাল লোহানী, অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ, সেলিনা হোসেন, ড. মোরশেদ শফিউল হাসান, ড. রফিকুল ইসলাম, ড. চেঙ্গিস খান, মুহম্মদ জাহাঙ্গীর, শামসুজ্জামান খান, সৈয়দ আবুল মকসুদ, আবুল মোমেন, এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান, ড. নুরুল আমিন, ড.মিজানুর রহমান, সিরাজুল ইসলাম চৌধুরী, আবুল আহসান চৌধুরী, হাবিব আর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আবুল মনসুর আহমদের উপর গবেষণা কর্মের জন্য ড. নুরুল আমিন, ড. রাজীব হুমায়ূন, ড. মিজানুর রহমান, ড. মো. চেঙ্গীশ খান ও ইমরান মাহফুজ পুরস্কৃত করা হয়।
এর আগে আবুল মনসুর আহাম্মদ স্মরণে ইমরান মাহফুজ সম্পাদিত কালের ধ্বনি’র বিশেষ সংখ্যা প্রকাশিত হয়। ৫৮৪ পৃষ্ঠার সংখ্যাটি প্রকাশিত হওয়ায় দেশ ব্যাপী ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ইমরান মাহফুজের সম্পাদনায় পত্রিকাটি ২০১০ সাল থেকে নিয়মিত প্রকাশ হয়ে আসছে।
ইমরান মাহফুজ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গোলাপপাশা ইউনিয়নের কোমাল্লা গ্রামে জন্ম গ্রহণ করেন। শিল্প-সাহিত্যের রাখাল বালক ইমরান মাহফুজ মো: নুরুল আলম ও মোসাম্মদ বিলকিস বেগমের পঞ্চম সন্তান। তিন ভাই ও তিন বোনের মধ্যে ইমরান ছিল অত্যন্ত মেধাবী। উপজেলার ছফুয়া ফাজিল মাদরাসার বিজ্ঞান বিভাগ থেকে ২০০৮ সালে দাখিল ও ২০১০ সালে আলীম পরীক্ষায় উত্তীর্ণ হয়। পরবর্তীতে ঢাকা কলেজ থেকে ইমরান মাহফুজ উদ্ভিদ বিদ্যায় অনার্স পাশ করেন। বর্তমানে তিনি ডেইলি স্টার প্রকাশনা বিভাগের কো-অডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্পাদনা: আরএইচ
আবুল মনসুর আহমদ গবেষণা পুরস্কার পেলো মাহফুজ







