বইমেলায় প্রবাসী লেখকদের বই • নতুন ফেনীনতুন ফেনী বইমেলায় প্রবাসী লেখকদের বই • নতুন ফেনী
 ফেনী |
৪ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বইমেলায় প্রবাসী লেখকদের বই

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৫৬ অপরাহ্ণ, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

মুহাম্মাদ ইছমাইল>>
প্রবাস বা প্রবাসী জীবন কি প্রবাসী ছাড়া কেউ বুঝেনা! জীবিকার তাগিদে পৃথিবীর বিভিন্ন প্রান্তরে চুটে চলা স্বজনদের ভালোবাসা বঞ্চিত প্রবাসীদের অনেকে প্রতিভাবান কবি, সাহিত্যিক, লেখক। পরিবার বা নিজের ভাগ্যের পরিবর্তনে প্রবাসী হলে ও কষ্টকর প্রবাসে সাহিত্যচর্চা করে যাচ্ছেন। এবারের জাতীয় বইমেলায় মধ্যপ্রাচ্য প্রবাসীদের বেশ কিছু বই প্রকাশিত হয়েছে। মেলার বিভিন্ন স্টলে এসব প্রবাসী লেখকদের বইগুলো পাওয়া যাচ্ছে।

প্রবাসের গল্প-২
সৌদি আরব প্রবাসী শাহাদাত হোসেন সম্পাদিত প্রবাসের গল্প-২, জীবন জীবিকার সন্ধানে স্বদেশ ছেড়ে বিশ্বের নানা প্রান্তে থাকা ২৬ জন প্রবাসী লেখকের জীবনযাত্রার বৈচিত্রময় নানা গল্পের নির্বাচিত সংকলন প্রবাসের গল্প-২, বইটি পাওয়া যাচ্ছে মেলার ৪০৬ নম্বর স্টলে।

প্রবাসচিত্র
আরব আমিরাতের শারজা প্রবাসী তরুন ও প্রতিশ্রুতিশীল লেখক আবদুল্লাহ শাহীনের প্রথম বই ‘প্রবাসচিত্র’। প্রবাসীদের সুখ-দুঃখ, আনন্দ-বেদনার পাশাপাশি সম্ভাবনা নিয়ে লিখছেন বইটিতে। বইটি প্রকাশ করেছে অবিরাম প্রকাশনী। মেলার ৪০৬ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

প্রবাসের ডায়েরী
কাতার প্রবাসী প্রতিভাবান লেখক আবু তাহের মিয়াজীর “প্রবাসের ডায়েরী” মধ্যপ্রাচ্য বিশেষ করে কাতারে  প্রবাস জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা এই ‘প্রবাসের ডায়েরী’। বইটি পাওয়া যাচ্ছে ২৮২ নং স্টলে।

‘ভুলিনি মাতৃভূমি’
আরব আমিরাতের আবুধাবী প্রবাসী লেখক ওবাইদুল হকের ‘ভুলিনি মাতৃভূমি’। মাতৃভূমির প্রতি গভীর ভালবাসা ও মমত্ববোধ এবং প্রবাসের সাধারণ মানুষকে নিয়ে  ৩৪টি কবিতার সংকলন ভুলিনি মাতৃভূমি বইমেলায় নন্দিতা প্রকাশনীর ৪০৪-৪০৫ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। বইগুলোতে প্রবাস জীবনের সাফল্য ব্যর্থতার পাশাপাশি হাসি-কান্না, আনন্দ-বেদনা বাস্তব চিত্র ফুটে উঠেছে।
সম্পাদনা: আরএইচ/এমই

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.