আলমগীর মাসুদ
ফেনীর সাংবাদিক ও সংবাদপত্রের জগতের উজ্জ্বল নাম মোহাম্মদ শাহাদাত হোসেন। লেখালেখি শুরু ছাত্রজীবন থেকে। প্রথম প্রকাশিত লেখা কবিতা হলেও পরে সাংবাদিকতায় যুক্ত হন। আর দীর্ঘদিনের অভিজ্ঞতাকে সঞ্চয় করে এবার একুশে বইমেলায় প্রকাশ হচ্ছে তাঁর প্রথম গবেষনাগ্রন্থ ‘ফেনীর সাংবাদিক ও সংবাদপত্র’ বই’টি।
ফেনীসহ সারা দেশে নানা ধরণের দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পত্রিকা বের হয়। আর সমাজের ভেতর থেকে জনসাধারণে জীবনচিত্র খবরাখবর বের করে আনাটাই সংবাদপত্রের কাজ। এ কাজটি অত্যন্ত সুক্ষভাবে তুলে ধরেন সংবাদকর্মী। সাংবাদিক ও লেখক মোহাম্মদ শাহাদাত হোসেন তেমনই একজন। দীর্ঘ সময় ধরে এ কাজটি করে চলেছেন তিনি। লেখক ও সাংবাদিক এবং সময়ের জনপ্রিয় ফেনীর জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ শাহাদাত হোসেন তাঁর অনেকদিনের অভিজ্ঞতাকে সঞ্চয় করে ‘ফেনীর সাংবাদিক ও সংবাদপত্র’ বই’টি লিখেছেন। এখানে ফুটে উঠেছে ফেনীর সাংবাদিক ও সংবাদপত্র সহ নিজ নিজ এলাকার অবহেলিত, অনুন্নত, উন্নয়ন-বঞ্চিত জনপদের বিষয়গুলো।
মোহাম্মদ শাহাদাত হোসেন ১৯৭৫ সালের ২৭ নভেম্বর ফেনী জেলার দাগনভূঞা উপজেলার মমারিজপুর গ্রামে জন্মগ্রহন করেন। লেখালেখি শুরু করেন কবিতাচর্চা দিয়ে। ১৯৮৯ সালে তাঁর প্রথম কবিতা প্রকাশিত হয়। বর্তমানে বিভিন্ন জাতিয় দৈনিক, সাপ্তাহিক, মাসিক পত্রিকাগুলোতে লেখালেখির সাথে সম্পাদনা করেন ‘সপ্তাহিক আলোকিত ফেনী ও দৈনিক ফেনীর সময়’। লেখকের ‘ফেনীর সাংবাদিক ও সংবাদপত্র’ বইটি ফেনী’র সাহিত্যপ্রেমী ও সংবাদকর্মীদের বিশেষ ভূমিকা পালন করবে বলে আশা রাখি।
সম্পাদনা: আরএইচ/এএম







