নিজস্ব প্রতিনিধি >>
মেলার সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও অস্থিতিশীল পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছে ফেনী পিটিআই মাঠের অমর একুশে গ্রন্থমেলা। বুধবার সকালে আয়োজক কমিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভাষার মাস মহান ফেব্রুয়ারীর ২১ তারিখ থেকে ফেনী পিটিআই মাঠে ৭ দিনব্যাপী গ্রন্থমেলার আয়োজন করে জেলা প্রশাসন। প্রতিবারের মত এবারও এ মেলা আয়োজনের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়। মেলার ২৪ টি স্টল নির্মাণের কাজ শেষ হয়। শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য স্টেজসহ বিশাল প্যান্ডেল। কিন্তু বৈরি পরিস্থিতির কারণে বুধবার এক জরুরী সভার মাধ্যমে মেলা স্থগিত করে কর্তৃপক্ষ।
মেলা বাস্তবায়ন কমিটির সদস্য ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) শিহাব উদ্দিন আহাম্মদ নতুন ফেনী’কে গ্রস্থমেলা স্থগিতের কথা স্বীকার করে বলেন, মার্চের যে কোন সময় মেলা শুরু হবে।
সম্পাদনা: আরএইচ
ফেব্রুয়ারীতে হচ্ছেনা ফেনী পিটিআই মাঠের গ্রন্থমেলা







