নিজস্ব প্রতিনিধি>>
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যুক্তরাজ্যে বঙ্গবন্ধুকে বড় রাজাকার, পাক বন্ধু ও খনি বলে তার চরিত্র হনন করায় ফেনীতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সমন জারি করেছেন ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মুহাম্মদ ফারুকী। বুধবার দুপুরে তিনি এ সমন জারি করেন। আদালত আগামী ৩ মার্চ তারিখে তারেক রহমানকে আদালতে হাজির হবার নির্দেশ দেন
এর আগে মঙ্গলবার দুপুরে ওই আদালতে তারেকের বিরুদ্ধে মামলা করেন ফুলগাজী আওয়ামীলীগের তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও ফেনী আইনজীবি সমিতির সাংস্কৃতিক সম্পাদক গাজী তারেক আজিজ।
মামলার সরকারী কৌসুলী হাফেজ আহাম্মদ নতুন ফেনী’কে জানান, জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করার মামলায় বিজ্ঞ আদালত তারেক জিয়াকে স্ব-শরীরে হাজির হওয়ার নির্দেশ দেন।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে তারেকের বিরুদ্ধে তারেকের মামলায় সমন জারি







