নতুন ফেনী ডেস্ক>>
ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যাকান্ডের চার্জশীট ভূক্ত আসামী উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক জাহিদ চৌধুরীকে জামিন দিয়েছে উচ্চ আদালত। বুধবার বিকালে আদালতের জামিনের কপি জেলে প্রেরণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৮ আগষ্ট জামিন চেয়ে উচ্চ আদালতে আপিল করেন উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক জাহিদ চৌধুরী। আবেদনের প্রেক্ষিতে ২৯ অক্টোবর বিচারপতি সায়মা মাসুদ চৌধুরী, মাহমুদুল হক, মো: আবদুল হাফিজ ও মো: রুহুল কুদ্দসের যৌথ বেঞ্চ তার জামিন আদেশ দেন। উচ্চ আদালতের দেয়া জামিনের কপিটি ৩১ ডিসেম্বর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট আদালতে পৌঁছলে বিচারিক আদালত বুধবার বিকালে তার জামিনের জন্য ওই কটি কারাগারে প্রেরণ করে।
কারাগার সূত্র আ’লীগ নেতা জাহিদ চৌধুরীর জামিনের কপি পৌঁছার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমীতে প্রকাশ্যে দিবালোকে সড়কের উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরামকে কুপিয়ে গুলিকরে ও তাকে বহনকারী গাড়ীতে অগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় ৫৬ জনের নাম উল্লেখ করে চার্জশীট প্রদান করে পুলিশ।
সম্পাদনা: আরএইচ
জামিনে মুক্ত হচ্ছেন একরাম হত্যা মামলার আসামী জাহিদ চৌধুরী
