ফেনীতে সড়ক দূর্ঘটনায় পুলিশ সদস্য নিহতের ঘটনায় ট্রাক চালকের ৯ বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। রবিবার ফেনী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো: জাকির হোসাইনের আদালতে আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হয়।
আদালতের ব্যাঞ্চ সহকারী মো: জাকির হোসেন জানান, ২০১৬ সালের ২০ জানুয়ারী রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কসকায় নিয়মিত টহল দিচ্ছিলেন ফেনী হাইওয়ে পুলিশ ফাড়ির সদস্যরা। এসময় চট্টগ্রামগামী একটি ট্রাক (যশোর ট ১১-২৬৮৮) পেছন থেকে পুলিশ বহনকারী ভ্যানগাড়িকে ধাক্কা দেয়। এতে ভ্যানসহ ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় ৪ পুলিশ সদস্যকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম নামের এক কনস্টেবলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশের এএসআই মাসুদ ভূঞা বাদী হয়ে একটি মামলা দায়ের করার পর এসআই রমিজ উদ্দিন সরকার একই বছরের ১৭ মে আদালতে অভিযোগপত্র দায়ের করেন। আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে রবিবার রায় ঘোষণা করেন। রায়ে আসামী ট্রাক চালক আলমগীর হোসেন (৪০)কে ২৭৯ ধারায় ৩ বছর সশ্রম কারাদন্ড ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ডাদেশ দেয়। একই সাথে ৩৩৭ ধারায় ৬ মাস কারাদন্ড, ৩৩৮ ধারায় ২ বছর কারাদন্ড ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৩০৪ ধারায় ৩ বছর কারাদন্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড, ৪২৭ ধারায় ৬ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন।
আদালত জানায়, আসামী আলমগীর হোসেন ঝিনাইদহের নলডাঙ্গা গ্রামের আবদুস সামাদের ছেলে। আমাসী গ্রেফতারের পরদিন জামিন নেয়ার পর থেকে পলাতক রয়েছে।
সম্পাদনা: এনকে/আরএইচ







