২৫ পিস ইয়াবা বহনের দায়ে ফেনীতে যুবকের ২ বছরের কারাদন্ড • নতুন ফেনীনতুন ফেনী ২৫ পিস ইয়াবা বহনের দায়ে ফেনীতে যুবকের ২ বছরের কারাদন্ড • নতুন ফেনী
 ফেনী |
২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

২৫ পিস ইয়াবা বহনের দায়ে ফেনীতে যুবকের ২ বছরের কারাদন্ড

শহর প্রতিনিধিশহর প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:১৪ অপরাহ্ণ, ২৮ সেপ্টেম্বর ২০২০

ফেনীতে ২৫ পিস ইয়াবা রাখার দায়ে রাকিবুল ইসলাম নামের এক যুবকের ২ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো: জাকির হোসাইনের আদালতে এ রায় ঘোষণা করা হয়।

আদালতের বেঞ্চ সহকারী শাহনুর আলম শাহীন জানান, ২০১৭ সালের ১৬ অক্টোবর ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুরের তালতলা মোড় থেকে ২৫পিস ইয়াবাসহ গ্রেফতার হন বাবুল হোসেনের ছেলে রাকিবুল ইসলাম। ঘটনায় পুলিশের এসআই মাসুম রানা বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে এসআই আনবিক চাকমা অভিযোগপত্র দায়ের করার পর আদালত ৫ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহন করেন। পরে ঘটনাটি সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় আসামী রাকিবকে ২ বছর সশ্রম কারাদন্ড ও ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন আদালত। আসামী জামিন নেয়ার পর থেকে পলাতক রয়েছেন।

আদালতের পিপি হাফেজ আহাম্মদ ২৫ পিস ইয়াবা উদ্ধারের মামলায় রাকিব হোসেন নামের এক যুবকের ২ বছরের সাজা ঘোষণার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদনা: এনকে/আরএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.