ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচন ১৬ জানুয়ারি • নতুন ফেনীনতুন ফেনী ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচন ১৬ জানুয়ারি • নতুন ফেনী
 ফেনী |
২১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচন ১৬ জানুয়ারি

নতুন ফেনীনতুন ফেনী
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:২০ অপরাহ্ণ, ২৯ ডিসেম্বর ২০২০

ফেনী জেলা আইনজীবী সমিতি নির্বাচন আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ওইদিন সমিতি ভবনের দ্বিতীয় তলায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

নির্বাচন কমিশনার ও সমিতির সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী ফেনীর সময় কে জানান, তফসিল অনুযায়ী আগামী ৪ জানুয়ারি বিকাল ৪টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৫ ও ৬ জানুয়ারি মনোনয়নপত্র বিক্রি করা হবে। ৭ জানুয়ারি মনোনয়নপত্র গ্রহণ ও একইদিন বিকাল ৪টায় মনোনয়নপত্র বাছাই করা হবে। ১০ জানুয়ারি দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার ও বিকাল ৪টা পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এদিকে সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলে সভাপতি পদে শেখ বাহার উল্যাহ ও সাধারণ সম্পাদক পদে গোলাম কিবরিয়া ভূঞা প্রার্থী হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে আহসান উল্যাহ চৌধুরী স্বপন ও আবদুস সাত্তার, যুগ্ম-সম্পাদক পদে মীর মোশাররফ হোসেন মানিক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে রেজাউল করিম ভূঁইয়া তুহিন, অডিটর পদে নুরুল আলম হারুন, লাইব্রেরি সম্পাদক পদে নাজমুল হোসেন। এছাড়া অর্থ সম্পাদক ও সদস্য পদের ৬টিতে প্রার্থীতা এখনো চূড়ান্ত করা হয়নি।
সম্পাদনা:আরএইচ/এইচআর

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.