ফেনীতে মহিলা মাদক ব্যবসায়ির ১ বছরের জেল • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে মহিলা মাদক ব্যবসায়ির ১ বছরের জেল • নতুন ফেনী
 ফেনী |
২১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে মহিলা মাদক ব্যবসায়ির ১ বছরের জেল

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:৩৮ অপরাহ্ণ, ১০ জানুয়ারি ২০২১

ফেনীতে হালিমা বেগম (৪৬) নামের এক মাদক কারবারিকে ১ বছর ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক মো. জাকির হোসাইন এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত ওই মহিলার নামে চট্টগ্রামের আদালতে আরো দুটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

আদালতের এপিপি সৈয়দ আবুল হোসেন জানান, ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বীকন কলেজের সামনে একটি বাস তল্লাশী করে ২ কেজি গাজাসহ হালিমাকে আটক করে গোয়েন্দা পুলিশ। হালিমা কুমিল্লার লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের হাজি বাইন গ্রামের আমীর হোসেনের স্ত্রী। এ ঘটনায় এসআই আবদুল মতিন বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে একই বছরের ২১ অক্টোবর অভিযোগপত্র দায়ের করেন এসআই হারুনুর রশীদ। পরে আদালত ৬ জনের স্বাক্ষী গ্রহনের পর মামলার রায় ঘোষণা করেন। রায়ে মাদক কারবারি হালিমাকে ১ বছর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।

আদালতের ব্যাঞ্ছসহকারী জাকির হোসেন জানান, রায় ঘোষণার সময় আসামি হালিমা বেগম আদালতে উপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে আরো দুটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
সম্পাদনা:আরএইচ/এনকে

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.