১ বছরের সশ্রম কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা প্রাপ্ত নাজমুল হুদা শাকিল (৩৩) কে আটক করেছে ফেনী জেলা গোয়েন্দা পুলিশ। ১৩ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশ এর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করেন।
শাকিল ফেনী জেলা দাগনভূঞা থানার সিন্দুরপুরে মৃত আবদুল রবের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ এ এন এম নুরুজ্জামান জানান, তার বিরুদ্ধে দাগনভূঞা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (৭৭/২০১৮ ইং) আছে। সে দীর্ঘদিন পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোতাহার হোসেন (পিপিএম) এর নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।
পরবর্তীতে আটককৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
সম্পাদনা:আরএইচ/এইচআর