চট্টগ্রামের মিরসরাইয়ে রহস্যজনক অগ্নিকান্ডে ৬টি সংখ্যালঘু পরিবারে অগ্নিকান্ডের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে ক্ষতিগ্রস্থ ৬ পরিবারের পক্ষ থেকে জয়দেব শীল বাদি হয়ে মিরসরাই থানায় মামলাটি দায়ের করেন । পুলিশ রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা উদঘাটনে তদন্ত করছে।
মামলার বিবরণে জানা যায়, ৫ কোটি টাকার জমি সংক্রান্ত দুই পক্ষের পূর্ব শত্রæতা ও হুমকির বিষয়টি প্রাধান্য দেওয়া হয়েছে। তবে সন্দেহ জনক কারো নাম এজহারে উল্লেখ করা হয়নি।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান (পিপিএম) জানান, সোমবার ১১টার দিকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পক্ষে জয়দেব শীল অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেন। তারা সন্দেহজনক কারো নাম প্রকাশ করছেন না। তবে অগ্নিকান্ডের সময় কিছু অসংঘতি পূর্ব পরিকল্পিত ধারণা করে আমরা তদন্ত শুরু করেছি। ওই প্রশ্নগুলোর উত্তর পেলেই রহস্য উদঘাটন করা যাবে। অথবা অগ্নিকান্ডের ঘটনায় পরিবারের কেউ জড়িত আছে কিনা সেটিও আমরা খতিয়ে দেখছি।
এদিকে মামলার বাদী জয়দেব শীলের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার ফোন করেও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, গত শনিবার (২৭ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার নাগাদ উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী গ্রামের মনু ভূঁইয়া পাড়ার শীল বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় ৬টি সংখ্যালঘু পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। পরদিন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, পুজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
সম্পাদনা:আরএইচ/এমইউ