করোনা নিয়ন্ত্রণে সরকার নির্দেশিত লকডাউন অমান্য করে স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় ফেনীতে ৪১৬ জনকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার ৬ টি উপজেলায় ইউএনও, এসিল্যান্ড ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ১৮ টি মোবাইল কোর্ট পরিচালনা করে স্বাস্থ্যবিধি না মানায় পথচারী, ক্ষুদ্র ব্যসায়ী ও বিভিন্ন পরিবহন থেকে এ জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, সকাল থেকে একযোগে জেলা ও উপজেলার প্রধান প্রধান শহর গুলোতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখা, মাস্ক পরিধান ব্যতিত বাইরে যাওয়া এবং অযথা বাইরে ঘোরাফেরা করার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮, ২৬৯ ধারায় মোট ৪১৬ টি মামলায় ৪১৬ জনকে ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল-হাসান জানান, চলমান কঠোর লকডাউন বাস্তবায়নে জেলা ও উপজেলা শহরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। সেই নির্দেশনার আলোকেই দিনভর গণসচেতনতা সৃষ্টির জন্য কাজ করছেন তারা।







