ফেনীতে কৃষকের ছদ্মবেশ ধারণ করে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
গ্রেফতার ব্যক্তির নাম দেলোয়ার হোসেন। তিনি ফুলগাজী উপজেলার পশ্চিম নিলক্ষী গ্রামের মো. ইউনুছের ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে দেলোয়ারকে ধরতে পুলিশ সোচ্চার থাকলেও তাকে গ্রেফতার করা যাচ্ছিল না। মঙ্গলবার দুপুরের পর উপপরিদর্শক (এসআই) আমীর হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) সঞ্চয় ভট্টাচার্য ও আবদুল হান্নান উপজেলার রাজসপুর এলাকায় দেলোয়ারের চলাচলের পথে একটি ক্ষেতে কৃষকের বেশ ধরে কাজ করছিলেন। এসময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন দেলোয়ার। পরে ধাওয়া দিয়ে ২৫ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করেন পুলিশ সদস্যরা।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন জানান, দেলোয়ারের বিরুদ্ধে ফুলগাজী, পরশুরাম থানায় মাদকসহ চারটি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।







