ফেনীর সোনাগাজীর ৯টি ইউপি নির্বাচনে ৭৫ জনকে আটক করা হয়েছে। শনিবার রাত থেকে রবিবার বিকাল পর্যন্ত নির্বাচনী এলাকার বিভিন্ন স্থান থেকে ভোটারদের প্রভাবিত করা, অবৈধভাবে নির্বাচনী এলাকায় প্রবেশ, কেন্দ্রে ও আশপাশে বিশৃংখলা সৃষ্টিসহ নানা অপরাধে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের মাঝে ইউপি সদস্য প্রার্থী, এজেন্ট ও বহিরাগত ব্যক্তি রয়েছেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার রাতে নির্বাচনী এলাকায় অবৈধ প্রবেশের সময় সোনাগাজী পৌর এলাকার মাঝির দোকান ও কারামতিয়া বাজার থেকে ২টি মাইক্রোবাস সহ ১৭ জনকে আটক করা হয়। রাতে নবী উল্লাহ বাজার থেকে বহিরাগত ১০ জনকে পুলিশে দেয় স্থানীয়রা। রবিবার সকালে মধ্যম চরছান্দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোবাইল ব্যবহার করায় ১৩ জনকে আটক করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট। বগাদানায় ভোটারদের প্রভাবিত করায় ইউপি সদস্য প্রার্থী একরামুল হককে আটক করে স্টাইকিং ফোর্স। এছাড়া বাকী আটককৃতদের নির্বাচনী এলাকায় বিভিন্ন স্থানে বিশৃংখলা সৃষ্টি, ভোটারদের প্রভাবিত করা, নিয়ম ভেঙ্গে নির্বাচনী এলাকায় প্রবেশসহ নানা কারণে আটক করা হয়েছে।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান, শনিবার রাত থেকে রবিবার বিকাল পর্যন্ত নির্বাচনী এলাকায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট, বিজিবি, র্যাব ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে ৭৫ জনকে আটক করা হয়েছে। ভোটের ফলাফল ঘোষণার পর উর্ধ্বতনদের সিদ্ধান্তের আলোকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাইনুল হক জানান, উপজেলার ৯টি ইউপির মধ্যে মঙ্গলকান্দি ও মতিগঞ্জ বিনাপ্রতিদ্ব›িদ্বতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাকি সাতটিতে চেয়ারম্যান পদে ২৮ প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। এছাড়া ৯ ইউপিতে সংরক্ষিত সদস্য পদে ৯৩ এবং সাধারণ সদস্য পদে ৪২১ প্রার্থী ভোটাভোটির মাঠে রয়েছেন।







