ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া বাজার থেকে ৪২ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকালে ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ মাছগুলো জব্দ করা হয়।
ফেনী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে পাঁচগাছিয়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় এক মাছ বিক্রেতা থেকে ৪২ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদের নির্দেশনায় মাছগুলো উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। অভিযানে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।







