ফেনীতে ৩৪০০ কেজি পলিথিনসহ আটক-১ • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে ৩৪০০ কেজি পলিথিনসহ আটক-১ • নতুন ফেনী
 ফেনী |
২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীতে ৩৪০০ কেজি পলিথিনসহ আটক-১

সদর প্রতিনিধিসদর প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:০৮ অপরাহ্ণ, ১২ ফেব্রুয়ারি ২০২২

ফেনীতে ১১২ বস্তা পলিথিনসহ ইউনুস বাবলু ( ৩৮) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে তাকে আটক করে শনিবার দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১২টার দিকে ফেনী সদর উপজেলার বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন আলাউদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ১১২ বস্তা পরিবেশ দূষণকারী পলিথিন ব্যাগ উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় ওই বাড়ির ভাড়াটিয়া ওবায়দুল হকের ছেলে মোঃ ইউনুস বাবলু (৩৮)কে আটক করা হয়।

ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ জানান, অভিযানে ১১২টি বস্তা হতে ৩ হাজার ৪০৮ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। পরিথিন মজুদ ও বাজারজাতের অভিযোগে আটককৃত ইউনুসকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জব্দকৃত পলিথিনের আনুষ্ঠানিক মূল্য ৪ লাখ ৪৩ হাজার ৪০ টাকা।

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.