ফেনীর ছাগলনাইয়া থেকে ২৯৭ বোতল ফেনসিডিলসহ মো. বাপ্পি (৩২) নামের এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুলতানা ফিলিং ষ্টেশন এর সামনে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুর এলাকায় সন্দেহভাজন পরিবহন তল্লাশী করে র্যাব সদস্যরা। এসময় চট্টগ্রামগামী একটি প্রাইভেটকার তল্লাশী করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় থাকা ২৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ২ লাখ ৯৭ হাজার টাকা।
আটকৃত বাপ্পী কুমিল্লার কোতয়ালী থানার রাজেন্দ্রপুর গ্রামের সর্দার বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে।
ফেনীস্থ র্যাব-৭ এর অধিনায়ক আবদুল্লাহ আল জাবের ইমরান জানান, আটককৃত মাদক ব্যবসায়ী বাপ্পী ড্রাইভিং পেশার আড়ালে দীর্ঘদিন যাবৎ প্রাইভেটকার যোগে সুকৌশলে ফেন্সিডিল ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে এনে ফেনী ও চট্টগ্রামসহ আশেপাশের বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়।
ছাগলনাইয়া থানার ওসি শহীদুল ইসলাম জানান, র্যাবের হাতে ফেনসিডিলসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।







