ফেনীর সোনাগাজীতে ৫ হাজার ৩০০ লিটার ভোজ্য তেল মজুদের দায়ে আজিজুল হক নামের এক ব্যবসায়িকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা শহরের পশ্চিম বাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) লিখন বনিকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বনিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনাগাজীর পশ্চিম বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় হাজী আব্দুল আজিজ সওদাগরের দোকান ও গোডাউনে ৫ হাজার ৩শ লিটার অতিরিক্ত ভোজ্য তেলের মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই সাথে আগামী সাত দিনের মধ্যে সকল ভোজ্য তেল খুচরা বাজারে সরকার নির্ধারিত মূল্যে সরবরাহের জন্য নির্দেশ দেয়া হয়েছে।







