বাংলাদেশ পুলিশের বার্ষিক আযান, ক্বেরাত ও রচনা প্রতিযোগিতায় চট্টগ্রাম রেঞ্জ এ ফেনী জেলা পুলিশের দুই সদস্য প্রথম স্থান অর্জন করেছেন। সোমবার জেলা পুলিশ প্রশাসন থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
জানা যায়, সোমবার বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে বার্ষিক আযান, ক্বেরাত ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ওই প্রতিযোগিতায় অংশ নিয়ে ফেনী জেলা পুলিশের কনস্টেবল সাইফুল ইসলাম ক্বেরাত এবং কনস্টেবল আবু বকর রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে।
ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, ফেনী জেলা পুলিশের দুই সদস্য চট্টগ্রাম রেঞ্জ’এ অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ফেনী জেলা পুলিশের মুখ উজ্জল করেছে। আমি তাদেরকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই।