সোনাগাজীতে নদী সাঁতরে আসামিকে ধরলো পুলিশ • নতুন ফেনীনতুন ফেনী সোনাগাজীতে নদী সাঁতরে আসামিকে ধরলো পুলিশ • নতুন ফেনী
 ফেনী |
১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সোনাগাজীতে নদী সাঁতরে আসামিকে ধরলো পুলিশ

নুর উল্লাহ কায়সারনুর উল্লাহ কায়সার
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:০০ অপরাহ্ণ, ১৫ এপ্রিল ২০২২

ফেনীর সোনাগাজীতে কৃষক বেলাল হোসেন হত্যা মামলার আসামি আবদুল হাইকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার উত্তর চরদরবেশ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন আবদুল হাই। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার তাকে গ্রেফতার করতে উপজেলার উত্তর চরদরবেশ এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশ দেখে আবদুল হাই ছোট ফেনী নদীতে ঝাঁপ দেন। তাকে গ্রেফতার করতে পুলিশ সদস্যরাও নদীতে ঝাঁপ দেন। এক পর্যায়ে সাঁতরে তাকে ধরতে সক্ষম হন পুলিশ সদস্যরা।

গ্রেফতার আবদুল হাই উত্তর চরদরবেশ গ্রামের নুর ইসলাম মিয়ার বাড়ির মোস্তফা মিয়ার ছেলে। তিনি ভূমি বিরোধের জের ধরে কৃষক বেলাল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলার অন্যতম আসামি। ২০২১ সালের ১ জুন এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

বিষয়টি নিশ্চিত করে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন জানান, আসামি আবদুল হাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.