ফেনীতে অতিরিক্ত মুনাফায় পাঞ্জাবি বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। সোমবার বিকালে ভোক্তা অধিকার ফেনীর সহকারী পরিচালক সোহেল চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
সোহেল চাকমা জানান, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ফেনীতে বিভিন্ন শোরুমে অতিরিক্ত মুনাফায় পরিধেয় বস্র বিক্রি হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে সোমবার শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কস্থ ফোলো ফ্যাশন শোরুমে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় দেখা যায়, শোরুমে বিক্রির জন্য প্রদর্শনীতে থাকা প্রতিটি পাঞ্জাবিতে ৭০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত মুনাফা করা হচ্ছে। প্রতিটি পণ্যে এতোবেশি মুনাফা করা অযৌক্তিক এবং অন্যায়। অতিরিক্ত মুনাফা নেয়ার অপরাধে ওই শোরুমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি জানান, ঈদের বাজারে প্রতিদিনই বস্র জুতাসহ বিভিন্ন শোরুমে অভিযান পরিচালনা করা হবে।