অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন দোকান কর্মচারী হত্যা মামলায় অভিযুক্ত পরশুরামের মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টো। উচ্চ আদালত হতে জামিনের আদেশ পেয়ে বুধবার সন্ধ্যায় তিনি ফেনী জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন। এর আগে ২৩ ডিসেম্বর চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভূট্টুর সামনে তার বাহিনীর সদস্যরা দোকান কর্মচারী শাহিন চৌধুরীকে পিটিয়ে হত্যা করে। এঘটনায় দায়েরকৃত মামলায় ৪ জানুয়ারী গাজীপুরের চেরাগআলী হতে র্যাবের হাতে গ্রেফতার হন এ ইউপি চেয়ারম্যান। ১৩ জানুয়ারী তিনি ৩ ঘন্টার প্যারোলে মুক্তি নিয়ে ইউপি চেয়ারম্যান পদে শপথ নিয়ে কারাগারে ফিরে যান।
জেলা কারাগারের সুপার আনোয়ারুল করীম জানান, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ হতে জামিন আদেশের মাধ্যমে বুধবার মির্জানগর ইউপি চেয়ারম্যানকে ফেনী জেলা কারাগার হতে মুক্তি দেয়া হয়েছে।
এদিকে আলোচিত এ মামলায় ২৭ ডিসেম্বর গ্রেফতারকৃত দুই আসামী ভুট্টু চেয়ারম্যানের নির্দেশে দোকান কর্মচারী শাহীনকে পিটিয়ে হত্যা করা হয়েছে মর্মে আদালতে জবানবন্দি দিয়েছেন।
জামিনে মুক্ত মির্জানগর ইউপি চেয়ারম্যান ভূট্টু
