সোনাগাজীতে ডাকাত সন্দেহে যুবককে গণধোলাই • নতুন ফেনীনতুন ফেনী সোনাগাজীতে ডাকাত সন্দেহে যুবককে গণধোলাই • নতুন ফেনী
 ফেনী |
৪ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সোনাগাজীতে ডাকাত সন্দেহে যুবককে গণধোলাই

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৪৫ অপরাহ্ণ, ১৭ সেপ্টেম্বর ২০২৪

সোনাগাজীতে ডাকাত সন্দেহে আবদুল মতিন নামে এক যুবককে গণধোলাই দিয়েছে স্থানীয় জনগণ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের লন্ডনীপাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। আবদুল মতিন ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের চোচনা গ্রামের তাজুল মিয়ার পুত্র বলে জানা গেছে।

স্থানীয় গ্রাম পুলিশ (চৌকিদার) নাছির উদ্দিন জানান, গভীর রাতে বহিরাগত তিন যুবক লন্ডনীপাড়ায় সন্দেহজনক ঘোরাঘুরি করার সময় স্থানীয় লোকজন তাদেরকে চ্যালেঞ্জ করলে দুই জন দৌঁড়ে পালিয়ে যায়, এসময় দৌঁড়াতে গিয়ে খালে পড়ে গেলে আবদুল মতিনকে গণধোলাই দেয় উত্তেজিত জনতা।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডাঃ উম্মে ফাতেমা জানান, পুলিশ পাহারায় এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল, তার সারা শরীরে ব্যাপক মারধোরের জখম রয়েছে, প্রাথমিক চিকিৎসার পর তাকে ফেনী আধুনিক জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

সোনাগাজী মডেল থানার অফিসার পুলিশ পরিদর্শক (ওসি) সুদীপ রায় পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তবে মঙ্গলবার বিকাল পর্যন্ত তার নামে কেউ লিখিত অভিযোগ দিতে রাজি হয়নি। এছাড়াও তার নামে পূর্বেকার কোন মামলা কিংবা ওয়ারেন্ট নেই। এই অবস্থায় এসপি মহোদয়ের পরামর্শক্রমে পরবর্তি পদক্ষেপ গ্রহন করা হবে।

সম্পাদনাঃ আরএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.