ফেনীতে মিথ্যা মামলা দেওয়ায় বাদীর বিরুদ্ধে মামলা • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে মিথ্যা মামলা দেওয়ায় বাদীর বিরুদ্ধে মামলা • নতুন ফেনী
 ফেনী |
১৬ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীতে মিথ্যা মামলা দেওয়ায় বাদীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ১১:০৪ অপরাহ্ণ, ০৮ জানুয়ারি ২০২৫

মিথ্যা মামলা দেওয়ায় ফেনীতে স্বপ্রণোদিত হয়ে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন আদালত। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে ফেনীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজ উদ্দিন বাদী হয়ে দাগনভূঞা আমলি আদালতে এ মামলাটি করেন।

আদালতের বেঞ্চ সহকারী গোবিন্দ চন্দ্র দাশ বলেন, ২০২৩ সালের ১৯ জুন দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের উত্তর গণিপুর গ্রামের দেলোয়ার মাস্টার বাড়ির আবুল কাশেম (৬০) ভাইয়ের বিরুদ্ধে থানায় হত্যার হুমকির অভিযোগ করেন। আদালতের নির্দেশনায় অভিযোগ তদন্ত করে দাগনভূঞা থানার এসআই অপূর্ব রায় একই বছরের ২৮ জুলাই প্রতিবেদন দাখিল করেন। এ মামলার বাদী আবুল কাশেম ও সাক্ষী সামিউর রশীদের (২৫) বক্তব্য রেকর্ড শেষে ঘটনাটি সন্দেহাতীতভাবে মিথ্যা প্রমাণিত হওয়ায় আসামিকে খালাস দেন।

মিথ্যা মামলা দেওয়ায় বাদী আবুল কাশেম ও মিথ্যা সাক্ষী দেওয়ায় সামিউর রশীদকে আসামি করে বুধবার স্বপ্রণোদিত হয় দাগনভূঞা আমলি আদালতে মামলা করেন বিচারক মোহাম্মদ মিনহাজ উদ্দিন। আদালত বাদীর আরজি আমলে নিয়ে আসামি কাশেম ও রশীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আদালতের পিপি মেজবাহ উদ্দিন খান বলেন, ভুয়া মামলার কারণে ব্যক্তি ও রাষ্ট্র নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। আদালত ভুয়া মামলার বাদী ও সাক্ষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে ভুয়া মামলার সংখ্যা কমে আসবে। এটি সর্বক্ষেত্রে ইতিবাচক বলে আমি মনে করি।
আরএইচ/এনজেটি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.