একরাম হত্যা মামলার ৩১ আসামীকে আদালতে হাজির • নতুন ফেনীনতুন ফেনী একরাম হত্যা মামলার ৩১ আসামীকে আদালতে হাজির • নতুন ফেনী
 ফেনী |
২০ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

একরাম হত্যা মামলার ৩১ আসামীকে আদালতে হাজির

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০২:০২ অপরাহ্ণ, ২২ সেপ্টেম্বর ২০১৪

নিজস্ব প্রতিনিধি>>
ফেনীর ফুলগাজী উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলায় আটককৃত ৩২ আসামীর মধ্যে ৩১ জনকে আদালতে হাজির করা হয়। সোমবার বেলা সাড়ে ১১টায় তাদের তাদের হাজির করে পুলিশ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, আলোচিত এ হত্যা মামলার শুনানির তারিখ ২২ সেপ্টম্বর সোমবার ধার্য  ছিল। নির্দারিত দিন বেলা সাড়ে ১১টার দিকে ফেনীর সিনিয়র জুড়িশিয়ার ম্যাজিষ্ট্রেট আলমগীর মুহাম্মদ ফারুকীর আদালতে তাদের হাজির করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফেনী মডেল থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, চার্জশিট শুনানির জন্য  আগামী ২৪  অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে আদালত ।
উল্লেখ্য, চলতি বছরের গত ২০ মে প্রকাশ্য সড়কে উপজেলা চেয়ারম্যন একরামুল হক একরামকে কুপিয়ে গুলি করে তাকে বহনকারী গাড়ীতে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা। হত্যাকান্ডে জড়িত থাকায় ৫৬ জনের নাম উল্লেখ করে চার্জসিট দিয়েছে পুলিশ। এ ঘটনায় ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সম্পাদনা: আরএইচ/এমইউপি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.