নতুন ফেনী ডেস্ক>>
এবার নাশকতা মামলায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শাওকত মাহমুদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর পান্থপথে সামুরা কনভেনশন সেন্টারের সামনে তাকে আটক করা হয়।
জানা যায়, পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারে আদর্শ ঢাকা আন্দোলনের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন শওকত মাহমুদ। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের সময় গঠিত বিএনপিপন্থী সংগঠন এই আদর্শ ঢাকা আন্দোলনের সদস্যসচিব তিনি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ওই অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় বাংলাভিশনের পাশ দিয়ে বক্স কালভার্ট রোডে শওকত গতিরোধ করেন ডিবির সদস্যরা। সেখান থেকে তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
শওকত মাহমুদকে গ্রেফতারের বিষয়ে ডিবির ডিসি মাসুদুর রহমান সংবাদমাধ্যমকে জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে যাত্রাবাড়ী থানায় নাশকতার একটি মামলায় তাকে গ্রেফতারর করা হয়েছে। আর অনুষ্ঠানে বাধার বিষয়ে পুলিশ জানায়, ওই কনভেনশন সেন্টারে অনুষ্ঠান করার বিষয়ে পুলিশের কোনো অনুমতি নেয়া হয়নি। শওকত মাহমুদ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি।
সম্পাদনা: আরএইচ