নতুন ফেনী ডেস্ক>>
ছাগলনাইয়া প্রেসক্লাবের নব গঠিত কমিটিকে গঠনতন্ত্র বিরোধী উল্লেখ করে ওই কমিটি বাতিলের দাবী জানিয়েছে উপজেলায় কর্মরত সাংবাদিকদের একাংশ। শুক্রবার রাতে ফেনী প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির নেতাদের কাছে ছাগলনাইয়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের পক্ষে দৈনিক আমার দেশ প্রতিনিধি ও ছাগলনাইয়া ডটকমের সম্পাদক জাহাঙ্গীর কবির লিটন এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পত্রে তিনি বলেন, গঠনতন্ত্রের তোয়াক্কা না করে কতিপয় অপেশাদার সাংবাদিক ও রাজনৈতিক দলের ক্যাডারদের নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিক লিটন আরো বলেন, ক্লাবের গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন অনুষ্ঠানের সকল সাংবাদিকের ঐক্যমতের ভিত্তিতে উপজেলায় একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছিলো। ওই কমিটির আহবায়ক কামরুল হাসান লিটনের কাছ থেকে জোরপূর্বক সব নথিপত্র ছিনিয়ে নিয়ে অসাধু চক্র এ অবৈধ কমিটি গঠন করেছে। অভিযোগকারীরা নবগঠিত কমিটি বাতিল করে শিঘ্রই গঠনতন্ত্র মোতাবেক সার্বজনীন কমিটি গঠন করার দাবী জানান। দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি আবদুল আউয়াল চৌধুরী, যুগান্তর প্রতিনিধি নুরুজ্জামান সুমন, মানবকন্ঠ ও যায়যায়দিন প্রতিনিধি কামরুল হাসান লিটন, দিনকাল প্রতিনিধি জাহাঙ্গীর আলম প্রমূখ অভিযোগের সাথে একাত্বতা প্রকাশ করেছেন বলে গণমাধ্যমকে জানানো হয়েছে।
সম্পাদনা: এনকে
ছাগলনাইয়া প্রেসক্লাবের নবগঠিত কমিটি বাতিলের দাবী







