নিজস্ব প্রতিনিধি >>
অনলাইন নিউজপোর্টাল নতুন ফেনী, একাত্তর টেলিভিশন ও দৈনিক অজেয় বাংলা অফিস তচনছ করেছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে শহরের ট্রাংক রোডের সোনালী ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কে বা কাহারা নিউজ পোর্টাল নতুন ফেনী ও দৈনিক অজেয় বাংলা অফিসে তালা ভেঙ্গে প্রবেশ করে। এ সময় তারা ড্রয়ারের তালা ভেঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র তচনছ করে ২টি ক্যামরা নিয়ে যায়। রবিবার সকালে অফিসের তালা ভাঙ্গা দেখে পুলিশকে খবর দিলে পুলিশের উপ-পরিদর্শক মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে।
দৈনিক অজেয় বাংলা সম্পাদক শওকত মাহমুদ বলেন, রাতে দুর্বৃত্তরা অফিসের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। তারা অফিসের কাগজপত্র তচনছ করে একটি ক্যমরা নিয়ে যায়।
একাত্তর টেলিভিশনের ফেনী প্রতিনিধি জহিরুল হক মিলু জানান, দুর্বৃত্তরা অফিসে প্রবেশ করে একটি ডিজিটাল ক্যামরা নিয়ে যায়। তবে দুর্বৃত্তরা আর কি কি নিয়ে গেছে তা এখনো সঠিক করে বলা যাচ্ছে না।
নতুন ফেনী’র সম্পাদক রাশেদুল হাসান জানান, প্রতিদিনের মত সকালে অফিসের এসে অফিস খোলা ও কাগজপত্র তচনচ অবস্থায় দেখে তাৎক্ষনিক পুলিশকে খবর দেই।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বিষয়টি তিনি শুনেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদনা: আরএইচ/জেএইচএম