নিজস্ব প্রতিনিধি >>
অনলাইন নিউজ পোর্টাল নতুন ফেনী ও একাত্তর টেলিভিশন’র অফিস তচনছের ঘটনায় পরিদর্শনে আসেন বিশিষ্টজনরা। শনিবার গভীর রাতে শহরের ট্রাংক রোডের সোনালী ভবনের দ্বিতীয় তলায় অফিস তচনছের খবর শুনে তাৎক্ষনিক ছুটে আসেন ফেনী রিপোর্টাস ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মো: শাহাদাত হোসেন দৈনিক প্রথম আলো’র স্টাফ রিপোর্টার আবু তাহের, দৈনিক সমকালের নিজস্ব প্রতিবেদক শাহ জালাল রতন, দৈনিক কালের কণ্ঠ’র ফেনী প্রতিনিধি ও দৈনিক স্টার লাইন’র উপদেষ্টা সম্পাদক আসাদুজ্জামান দারা, বাংলা ভিশন’র ফেনী প্রতিনিধি রফিকুল ইসলাম, সাপ্তাহিক নির্ভিক সম্পাদক জাফর সেলিম, দৈনিক অজেয় বাংলা’র সম্পাদক ও প্রেসক্লাব’র সাবেক সাধারণ সম্পাদক শওকত মাহমুদ, এনটিভি ও জনকণ্ঠ’র প্রতিনিধি ওসমান হারুন মাহমুদ দুলাল, আরটিভি ও দৈনিক যায়যায় দিন প্রতিনিধি আজাদ মালদার, দৈনিক আমাদের সময় প্রতিনিধি আরএম আরিফুর রহমান, জিটিভি প্রতিনিধি নজির আহাম্মদ রতন, দৈনিক স্টার লাইন নির্বাহী সম্পাদক ও স্টার লাইন গ্রুপের পরিচালক মাইন উদ্দিন, মোহনা টেলিভিশন প্রতিনিধি দিদারুল অালম প্রমূখ।

এছাড়া ফেনী জেলা আওয়ামীলীগের সভাপতি ও ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, উপজেলা নির্বাহী অফিসার পিকেএম এনামুল করিম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিষ্টার মুঠোফোনে খোঁজ খবর নেন। তারা এ ঘটানায় নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধিদের শনাক্তকরণের দাবী জানান।
সম্পাদনা: আরএইচ/এনকে







