নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে দৈনিক প্রথম আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তায়বুল হক।
পত্রিকার নিজস্ব প্রতিবেদক আবু তাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জয়নাল হাজারী কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম, ফেনী সরকারী কলেজের সহকারী অধ্যাপক মাহতাব উদ্দিন, মোশাররফ হোসেন ও প্রথম আলো ফেনী বন্ধু সভার সাবেক সভাপতি হারুনুর রশীদ প্রমূখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োাজন করা হয়েছে।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে প্রথম আলো’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত








