বিশেষ প্রতিনিধি>>
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে গোলাম মহিউদ্দিন খান (সরাসরি) সভাপতি ও সৈয়দ মেসবাহ উদ্দিন (অর্থবাজার) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০১৬-১৭ সালের দু’বছর মেয়াদী বিএফইউজে’র ১৯ সদস্যবিশিষ্ট এ কমিটি নির্বাচিত হয়।
নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি ফজলুল হক ভুঁইয়া রানা (আমার কাগজ), মাহবুব আলম (ভোরের ডাক) ও মনির উদ্দীন আহমদ (খুলনা)। সহকারী মহাসচিব মহিদুল ইসলাম মন্টু (যশোর), আবদুর রহিম বগরা (বগুড়া) ও সাইদুল হোসেন সাহেদ (খোলা কাগজ)। কোষাধ্যক্ষ হাফিজুর রহমান (বাসস), সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী (ডেইলী টুরিস্ট), দপ্তর সম্পাদক নূরুল ইসলাম খোকন (সরাসরি), প্রচার সম্পাদক মাসুদ উল হক (ইউএনবি)। নির্বাহী সদস্যরা হলেন ফকির শওকত (যশোর), আবু কাজী (খুলনা), তোফায়েল হোসেন (স্বাধীনমত), শামীম হাওলাদার (অন্যদিগন্ত), এবিএম সেলিম আহমেদ (ডেইলী ইভিনিং নিউজ), হাসান মুকুল (চট্টগ্রাম) এবং এজেডএম মেনহাজুল হক (দিনাজপুর)
নির্বাচন কমিটির চেয়ারম্যান আবদুল হালিম চৌধুরী এ কমিটি ঘোষণা করেন। এ সময় উপস্থিত ডেলিগেটরা মুর্হূর্মুহু করতালির মাধ্যমে কমিটিকে স্বাগত জানান।
সম্পাদনা: এনকে
বিএফইউজের নতুন কমিটি







