নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে পুলিশকে খবর দেয়ায় সাংবাদিক নুর উল্যাহ কায়সারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ডোমরা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত কায়সার জানান, শনিবার সকালে মায়ের সাথে ফোনে কথা বলার অপরাধে ডোমরা হাফেজিয়া মাদরাসার ছাত্র আবিদকে (৭) বেদড়ক পিটিয়ে আহত করে ওই মাদরাসার এক শিক্ষক। রাতে শিশুটির ঘায়ে প্রচন্ড জ্বর আসে। রবিবার সন্ধ্যায় আবিদের বাবা নুরুল আবছার ওই শিক্ষককে বিষয়টি জিজ্ঞেস করলে সে তার উপর চড়াও হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্ত শিক্ষকসহ কয়েকজন সন্ত্রাসী তাকে মারধর করে আটকে রাখে। বিষয়টি জানেত পেরে সাংবাদিক নুর উল্যাহ কায়সার পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে নুরুল আবছারকে উদ্ধার করে। পরে সাংবাদিক নুর উল্যাহ কায়সার মোটর সাইকেল যোগে বাড়ী যাওয়ার পথে গতি রোধ করে ১০/১২ সন্ত্রাসী লাঠি সোটা নিয়ে হামলা চালায়। শোর-চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে আধুনিক ফেনী সদর হাসপাতালে ভর্তি করায়। এ ব্যাপারে থানায় মামলা দায়রের প্রস্তুতি চলছে। সাংবাদিক নুর উল্যাহ কায়সার দৈনিক বণিক বার্তা’র ফেনী প্রতিনিধি। এছাড়াও তিনি অনলাইন নিউজপোর্টাল নতুন ফেনী ও সাপ্তাহিক নির্ভীক’র নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দায়ের পূর্বক প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদনা: আরএইচ








