নিজস্ব প্রতিনিধি>>
সাপ্তাহিক ফেনী বার্তা’র রজত জয়ন্তী উৎসব পালিত হয়েছে। শহরের এসএসকে সড়কের একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী
প্রবীন সাংবাদিক ও ফেনী বার্তার সম্পাদক মীর হোসেন মীরুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুস সাত্তার, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন।
অনুষ্ঠানে দেশ বরেণ্য ফেনীর কৃতি সন্তানদেরকে সম্মাননা প্রদান করা হয়। সমাজেসেবায়- বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী এবং নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব এম.এ. কাসেম, মুক্তিযুদ্ধে সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভি.পি, ব্যবসায় ঢাকাস্থ ফারস্ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেন হুমায়ুন, সমাজসেবায় ঢাকাস্থ রেজা গ্রুপের চেয়ারম্যান এ.কে.এম. সাহিদ রেজা শিমুল, শিক্ষায় ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক, সমাজসেবায় ঢাকাস্থ শমরিতা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এ.বি.এম. হারুন, সাংবাদিকতায় সাপ্তাহিক হকার্স সম্পাদক প্রবীন সাংবাদিক নুরুল করিম মজুমদার, মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, চিকিৎসায় ফেনী বিএমএ’র সভাপতি ডাঃ সাহেদুল ইসলাম ভূঞা কাওসার, শিল্পে নজির আহমদ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুর উদ্দিন, ক্রীড়ায় ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার ও সেচ্চাসেবী সংগঠন বন্ধুর বন্ধনকে সম্মাননা দেয়া হয়।
এ সময় অনুষ্ঠানে ফেনী সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান খোতেজা খানম রুনা, সোনাগাজী উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটার, নজরুল ইসলাম মিয়াজী স্বপন, ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ খাঁন চৌধুরী, রেডক্রিসেন্ট ফেনী জেলা ইউনিটের সেক্রেটারী সাইফুর রহমান সাইফু, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আবু সুফিয়ান, স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক মাঈন উদ্দিন, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক বাচ্চু, বিশিষ্ঠ চিকিৎসক ডাঃ তবারুক উল্যাহ চৌধুরী বয়েজীদ প্রমুখ।
এ ছাড়া ফেনী বার্তার সেরা রিপোর্টার মাহমুদুল হাসান, এম এ হাসান, রহিমউল্লাহ বাবুলসহ প্রতিনিধিদের বিশেষ সম্মাননা দেয়া হয়।
সকালে বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে অনুষ্ঠান স্থলে মিলিত হয়। অনুষ্ঠানে কেক কেটে ও প্রকাশনার ২৫ বছর উপলক্ষে “শত ফুল ফুটতে দাও” ম্যাগাজিনের মোড়ক উম্মোচন করেন অতিথি বৃন্দ। সন্ধ্যায় ফেনীর নামিদামী শিল্পীগোষ্ঠীর পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান (মাটির গানের আসর) পরিবেশন করা হয়।
সম্পাদনা: আরএইচ
সাপ্তাহিক ফেনী বার্তা’র রজত জয়ন্তী পালিত







