ফেনীতে যুগান্তরের বর্ষপূতি পালিত • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে যুগান্তরের বর্ষপূতি পালিত • নতুন ফেনী
 ফেনী |
২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে যুগান্তরের বর্ষপূতি পালিত

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০২:২৪ অপরাহ্ণ, ০১ ফেব্রুয়ারি ২০১৭

নিজস্ব প্রতিনিধি >>
ফেনীতে দৈনিক যুগান্তর’র ১৭ বর্ষপূর্তি পালিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় শহরের ডক্টরস্ রিক্রিয়েশন ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।

natunfeni.news-04
ফেনী চেম্বার অব কর্মাসের সভাপতি আইনুল কবীর শামিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. রেজাউল হক পিপিএম, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী রিপোর্টাস ইউনিটির সভাপতি ও দৈনিক সমকাল স্টাফ রিপোর্টাস শাহজালাল রতন, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক শুকদেব নাথ তপন, ফেনী প্রেস ক্লাব (একাংশ) সভাপতি ও বাংলা ভিশন প্রতিনিধি রফিকুল ইসলাম, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদ খান চৌধূরী, দৈনিক স্টার লাইন নির্বাহী সম্পাদক মাইন উদ্দিন প্রমূখ।

natunfeni.news-06
দৈনিক যুগান্তর প্রতিনিধি যতন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন হাসান শাহরিয়ার কবীর, ফেনী রিপোর্টাস ইউনিটিরি সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হাবিব খান, দৈনিক আমাদের ফেনী নির্বাহী সম্পাদক তমিজ উদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন প্রতিনিধি নাজমুল হক শামীম, অনলাইন নিউজ পোর্টাল নতুন ফেনী সম্পাদক রাশদুল হাসান, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি জহিরুল হক মিলন, দৈনিক দিনকাল প্রতিনিধি মফিজ উদ্দিন, সাপ্তাহিক স্বদেশপত্র প্রতিনিধি এনএন জীবনসহ ফেনীতে কর্মরত প্রিন্ট ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমের বিপুল পরিমান সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ/এনইউ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.